ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

রোববার (৫ জানুয়ারি) সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে একশজনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, 'লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই'।

অভিযোগ অস্বীকার করে অব্যাহতিপ্রাপ্ত এক নারী এসআই বলেন, 'শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদের অব্যাহতি দেয়া হলেও সেদিন একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমরা নাস্তা খেয়ে ঠিকঠাক প্যারেডে অংশগ্রহণ করেছি। প্রয়োজনে কর্তৃপক্ষ একাডেমির সিসি ক্যামেরা চেক করতে পারেন। তাহলেই প্রমাণ হবে সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।'

আরেক নারী এসআই বলেন, 'নাস্তা খাওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু যেদিনের ঘটনাকে কেন্দ্র করে আমাকে শোকজের চিঠি দেওয়া হয়েছে, সেদিন তো আমি একাডেমিতে উপস্থিত ছিলাম না। আমি অসুস্থতাজনিত (সিক লিভ) ছুটিতে ছিলাম। তাহলে ঠিক কী কারণে আমাকে অব্যাহতি দিল, বুঝতে পারছি না।'

তিনি আরো বলেন, 'এ ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত আছি। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। সবাই আমাদের নানা কটু কথা শোনাচ্ছে।’

সাজেদুল নামের একজন বলেন, 'আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবো। সেখানে আরো বিস্তারিত তুলে ধরা হবে।’

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।

 

জনপ্রিয়