ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণার খসড়া: প্রেস সচিব

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১১, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণার খসড়া: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলেও জানান তিনি।  

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিলো না। বিটিভির নিউজকে আরো বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে।’

জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিটিভির নিউজ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। 

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, ‘সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা কাজ করছেন। সব পক্ষের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।’

জনপ্রিয়