ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতের কবলে পড়েছিলেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি প্রাইভেট কারযোগে মাওয়া থেকে ঢাকায় ফিরছিলেন। পথে হাসনাবাদ বিআরটি এলাকায় ডাকাতের কবলে পড়েন।
ডাকাতরা অপরাপর কয়েকটি মোটর সাইকেল থামিয়ে ডাকাতি করছিলেন। এমন সময় সাবেক প্রতিমন্ত্রীকে বহনকারী প্রাইভেট কারটিও থামানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু তার গাড়ীটি না থামিয়ে কিছুদুর এগিয়ে থামানোর পর যখন নিশ্চিত হলেন ডাকাতদলের কান্ড তখন নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করেন। গুলির পর ডাকাতরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। রক্ষা পান ডাকাতের কবলে পড়া কয়েকটি মোটরসাইকেল আরোহী।
ঘটনার পরপরই টেলিফোনে দৈনিক আমাদের বার্তাকে এ খবর জানিয়েছেন এহছানুল হক মিলন।
তিনি বলেন, সন্ধ্যা সাতটার পর যদি এমন ব্যস্ত রাস্তায় এমন ডাকাতি চলে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়। ঘটনার প্রায় ৩০ মিনিট পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। গুলশান থানায় জিডি করবেন বলেও জানান সাবেক এই মন্ত্রী। রাত আটটার দিকে তিনি ওই এলাকা ছেড়ে গুলশানের বাসার উদেশ্যে রওনা হন।