দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন।
পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন। আর জ্যোতিকে গ্রেফতার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতি ও তার বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক যোগসাজশে ১৯ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৫০২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজের এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংকে মোট ৮৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন বলেও উল্লেখ করা হয়েছে।
ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হোন সাব্বির। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সাব্বিরের বাবা উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিহত সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন।