ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফায়ার ফাইটার নয়নের পরিবারকে আর্থিক সহায়তা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

ফায়ার ফাইটার নয়নের পরিবারকে আর্থিক সহায়তা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ের অগ্নি দুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে নয়নের পিতা মো. আক্তারুজ্জামান এর হাতে নগদ এই অনুদান তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, নয়নের বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা।

এর আগে ২৬ ডিসেম্বর নিহত নয়নের পরিবারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ১ লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

জনপ্রিয়