ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পলককে উদ্দেশ্য করে যা বললেন আদালত

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

পলককে উদ্দেশ্য করে যা বললেন আদালত

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলেছেন, বিচার ব্যবস্থা এনালগ করে না রাখলে আদালতে না এসে কারাগারে বসেই তিনি (পলক) হাজিরা দিতে পারতেন।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানিতে এসব কথা বলেন।

আদালত বলেন, ‘বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন।’

এ সময় পলক আদালতকে বলেন, ‘করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করেছি। পরে আর সেটা এগোয়নি।’

এদিন মানি লন্ডারিং আইনে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

১ জানুয়ারি আলাদা তিনটি আবেদনে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। ওইদিন আদালত ৬ জানুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন।

জনপ্রিয়