ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জিয়া অরফানেজ মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি চলছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

জিয়া অরফানেজ মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি চলছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়।

এর আগে গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।

একইসঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়।

গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়।

বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চান না বিএনপি নেত্রী। আইনি প্রক্রিয়ায় মামলা মুক্ত হতে চান তিনি। এরপর শুরু হয় দুর্নীতির দুই মামলায় সাজার বিরুদ্ধে আইনি লড়াই। 

জনপ্রিয়