ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:০২, ৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

মাকে নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে সরাসরি হাসপাতালে নেয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান।

তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে।

যেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকা ছাড়ে।

জনপ্রিয়