ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতের আজকের বিচারকাজ বাতিল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৩, ৯ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আলিয়া মাদরাসা  মাঠে অস্থায়ী আদালতের আজকের বিচারকাজ বাতিল

ঢাকার আলিয়া মাদরাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচারকাজ আজকের জন্য বাতিল করা হয়েছে। ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় আদালত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচারকের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না।

আরো পড়ুন: আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগু*ন, নথি-আসবাবপত্র পু*ড়ে ছাই

বিচারকাজের পরবর্তী তারিখ ও স্থান দ্রুত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বোরহান উদ্দিন।

এর আগে, মাদরাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বুধবার দিবাগত রাত থেকেই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বকশীবাজারের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে বকশীবাজার মোড়ে বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়াসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আটকে দেয় শিক্ষার্থীরা। পরে তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হলে বিচারক অস্থায়ী আদালত পরিদর্শন করে দেখেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে।

বোরহান উদ্দিন বলেন, ‘আগামীতে এখানে আদৌ আদালত বসবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। তাই আমরা উভয় পক্ষের আইনজীবীরা এখান থেকে চলে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে শুনানি কার্যক্রমে আমরা অংশ নেবো।’

জনপ্রিয়