নেত্রকোনার দুর্গাপুরের পানমহাল রোড এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নিহত এসআই শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রাম। তিনি জামালপুর জেলা পুলিশ লাইনসের বেতারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরো পড়ুন: নেত্রকোণায় পুলিশ উপপরিদর্শককে কু*পিয়ে হ*ত্যা
প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে বলে ধারণা করা হলেও একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কোপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সমস্ত পুলিশ সদস্য গভীর শোকাভিভূত ও মর্মাহত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় সহকর্মী এসআই (নি.) মো. শফিকুল ইসলাম, যিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে কর্মরত ছিলেন, তার মৃত্যুতে আমরা একজন দক্ষ, সাহসী, এবং নির্ভীক সহকর্মীকে হারালাম, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
তার কর্মজীবনের অবদান এবং মানবিক গুণাবলির স্মৃতি আমাদের মনে চিরকাল অম্লান থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে এসআই (নি.) মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।