ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মর*দেহ শনাক্ত

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৬, ১০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মর*দেহ শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় জনের মরদেহ শনাক্ত করেছে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এই ছয় জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিক্যালে গণ-অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ৬টিমরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

তারা আরো জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে জানান তিনি।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

বক্তারা বলেন, লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারো পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

জনপ্রিয়