ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় শাস্তির হুঁশি*য়ারি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ১২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় শাস্তির হুঁশি*য়ারি

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ হুঁশিয়ারি দেন।

এ সময় উপদেষ্টা বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চাঁজাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ভয় না পেতে আশ্বস্ত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়।

জনপ্রিয়