জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবি জানিয়েছে গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা।
রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এ দাবি জানায় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। এ সময় তারা নয় দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-
১. আগামী এক সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দিতে হবে।
২. আহতদের দ্রুত সূ-চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে (দেশে/বিদেশে)। গণ-অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৩. ২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানীর ব্যবস্থা করতে হবে।
৪. গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৫. ২৪ এই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।
৬. জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে।
৭. জুলাই গণ-অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।
৮. ২৪ গণ-অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।
৯. সব দাবি সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।