ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সীমান্তে বেড়া নির্মাণে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে: প্রণয় ভার্মা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

সীমান্তে বেড়া নির্মাণে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতী হাইকমিশানর প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তার স্বার্থে সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে ভারত-বাংলাদেশের মধ্যে বোঝাপড়া আছে। তাছাড়া সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করে ভারত। 

রোববার (১২ জানুয়ারি) বিকেলে প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্রস‌চিবের দপ্তরে থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে। সীমান্তে অপরাধ দমনে ভারত-বাংলাদেশের সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।

জনপ্রিয়