ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদের পরিবারের অভিযোগ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদের পরিবারের অভিযোগ

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার।

সোমবার (১৩ জানুয়ারি) শহীদ আবু সাঈদের ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন।

তিনি বলেন, ‘আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছে। আমরা আগেও বলেছি লোকাল কোর্টে (স্থানীয় আদালতে) যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি (মানবতার বিরুদ্ধে অপরাধ) তাই এ অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসে তাহলে সেটা প্রপার আবেদন হবে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছে। তারা সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

শহীদ আবু সাঈদের পরিবারের কে কে এসেছেন জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ দিতে আবু সাঈদের বড় ভাই রমজান এবং তার সঙ্গে ঘটনার সময় যেসব সহযোদ্ধা ছিলেন তারা এসেছেন। তারা ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’

জনপ্রিয়