করোনার মতো লক্ষণ থাকা নতুন হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে সতর্কতা দিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) বিভিন্ন এয়ারলাইনস, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের এই সতর্কতা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) জারি করা নির্দেশিকা অনুসারে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) সব স্টেকহোল্ডারকে হিউম্যান মেটাপনিউমোভাইরাসের (এইচএমপিভি) বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
যদিও আতঙ্কিত হওয়ার কোনো তাৎক্ষণিক কারণ নেই, তথাপি সচেতনতা বজায় রাখা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এর বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
স্টেকহোল্ডারদের বলা হয়, প্রয়োজনে বিমানবন্দর চত্বরে সমস্ত যাত্রী, কর্মী ও দর্শনার্থীদের ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করুন। এইচএমপিভির যে কোনো উপসর্গ, যেমন জ্বর, কাশি বা শ্বাসকষ্ট অবিলম্বে পর্যবেক্ষণ করতে হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সার্ভিসেসকে অবহিত করতে হবে।
এয়ারলাইনসগুলোকে বলা হয়, অনুগ্রহ করে ভ্রমণে সতর্কতামূলক ব্যবস্থা নিন, বিশেষ করে সন্দেহভাজন ঘটনাসহ বিভিন্ন দেশ থেকে আগত ফ্লাইটের ক্ষেত্রে। যদি কোনো যাত্রীর লক্ষণ থাকে বা ফ্লাইটে কোনো সন্দেহজনক কেউ থাকে, তাহলে এসব তথ্য হেলথ ইউনিটকে অবিলম্বে অবহিত করুন। কেবিন ক্রু ও যাত্রীদের নির্দেশিকা সম্পর্কে সচেতনতা নিশ্চিত করুন।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের বলা হয়, সন্দেহজনক উপসর্গসহ যাত্রীদের জন্য স্বাস্থ্য স্ক্রিনিং পরিচালনা করুন। স্বাস্থ্য ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদান করুন।
এতে আরো বলা হয়, সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই ভাইরাসটির উপসর্গ ফ্লুর মতো, যা সাধারণত ২–৫ দিনের মধ্যে সমাধান হয়ে যায়। তাই আসুন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।