ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ১৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বা‌হিনীর যেসব সদস্য বাড়াবাড়ি করেছে, গুলি করেছে তাদের সবাইকে ধরা হচ্ছে।

 বুধবার (১৫ জানুয়ারি) খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে। তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

এরকম বিতর্কিত পুলিশ সদস্যদের তালিকা সংবাদমাধ্যমের কাছে আছে বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেয়ার অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে কাজে লাগাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো দক্ষ করে তোলা হচ্ছে। বা‌হিন‌ী‌টি‌তে এক লা‌খের বে‌শি তরুণকে যুক্ত করার উদ্যোগ নি‌য়ে‌ছে সরকার।’

জনপ্রিয়