জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিকাল সাড়ে ৪টায় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মাদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ শুরু করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াত ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে।
পৌনের চারটার দিকে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন বিএনপির একমাত্র প্রতিনিধি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ সংলাপ শুরু হওয়া কথা রয়েছে। এর আগে সংলাপে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তার খবর আসে। এরপরেই সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ- এ বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্রমঞ্চ, খেলাফত মজলিস, গণপরিষদ ও গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দকে বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন।
সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে।