ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গণ-অভ্যুত্থানের ডিজিটাল তথ্য সংরক্ষণে এনটিএমসি-বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

গণ-অভ্যুত্থানের ডিজিটাল তথ্য সংরক্ষণে এনটিএমসি-বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কিত কোনো তথ্য যেন মুছে ফেলা না হয় এবং সব ডিজিটাল তথ্য সংরক্ষণ নিশ্চিতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একই সঙ্গে সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রভাইডারদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে প্রসিকিউশনকে সহায়তারও নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ শুনানিতে ছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থান চলাকালীন ঘটনার বিবরণ-উপাত্ত, যা এনটিএমসি ও বিটিআরসিতে সংরক্ষিত থাকে, একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই গুরুত্বপূর্ণ তথ্য যেন আলাদাভাবে সংরক্ষণ করা হয়, তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, কারণ ভবিষ্যতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার এ ধরনের তথ্য-উপাত্ত বিচারিক কাজে প্রয়োজন হতে পারে। তাই আদালত এনটিএমসি ও বিটিআরসিকে এ নির্দেশনা দিয়েছেন।

জনপ্রিয়