ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৪১, ১৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর (৫৯) চিকিৎসায় ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানান, ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন কাজী বাবুল। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। কাজী বাবুলের চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে, সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সে সময় শাওন বিন রহমান বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
 

জনপ্রিয়