ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নির্বাচন সংস্কারে যেসব সুপারিশের কথা জানালেন কমিশন প্রধান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

নির্বাচন সংস্কারে যেসব সুপারিশের কথা জানালেন কমিশন প্রধান

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘জুলাই গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের কথা মাথায় রেখেই আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করেছি। আমাদের রাজনৈতিক অঙ্গণকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে।’

কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে  শনিবার দুপুরে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক অঙ্গণকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।’

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, ‘১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনের যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতি নির্বাচনে হয়েছে, তার সাথে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছি। এ ছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে। 

জনপ্রিয়