ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:২৮, ২০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি সাবেক এই এমপি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।

মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ খ্রিষ্টাব্দের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।

এর আগে ১৯৯১ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে ও ২০১৪ খ্রিষ্টাব্দেরর নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন। ১৯৯৩ খ্রিষ্টাব্দে মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠা করেন।

জনপ্রিয়