ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কামাল মজুমদার, মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ২২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

কামাল মজুমদার, মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যান্যরা হলেন, রমনা জোনাল টিম ডিবির সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান, মো. জুয়েল রানা ও আওয়ামী লীগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সভাপতি মনিরুজ্জামান। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত সেটি মঞ্জুর করে আদেশ দেন।  

এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে হাজারীবাগ থানার এক হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। মিরপুর থানার দুই হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার, ধানমন্ডি থানার এক হত্যা মামলায় ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় আওয়ামী লীগের ঝালকাঠির রাজাপুর উপজেলার সভাপতি মনিরুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়।

জনপ্রিয়