বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। উনার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরো দুইজন চিকিৎসক ওনাকে দেখবেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন, ওনার এখন শুধু ওষুধ দিয়ে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার ও রিউমোটো আর্থ্রাইটিসের চিকিৎসা চলেছে। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সে জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিক্যাল টিমের সদস্যরা এখানে মেডিক্যাল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাঁদের নিচে’ অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।