ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কাউকে প্রবেশ নয় বিজিবি-বিএসএফ বৈঠক

জাতীয়

আমাদের বার্তা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৬:৫১, ২২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কাউকে প্রবেশ নয় বিজিবি-বিএসএফ বৈঠক

রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারো না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বিজিবি ও বিএসএফের এক বৈঠকে।

বুধবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এতে বিজিবির পক্ষে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ স্টাফ অফিসাররা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে বলে না সম্মত হয়েছে দুই বাহিনী। সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের গণমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। 

গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ ও ফসল কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর আগে, গত ৫ ডিসেম্বর ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দিলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।

জনপ্রিয়