জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনের সদস্য ড. সীমা জামান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাঁর পদত্যাগ ১২ জানুয়ারি থেকে কার্যকরের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য জনাব প্রফেসর ড. সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র ১২ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাঁকে কমিশন-এর সদস্য পদ হতে অব্যহতি প্রদান করেন।’
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান। আর কমিশনের সদস্য রয়েছেন ৯ জন।
সীমা জামানের পদত্যাগে কমিশনে এখন সদস্য রইলেন ৮ জন।