ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আবারো শাহজালালে বো*মা হাম*লার হু*মকি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

আবারো শাহজালালে বো*মা হাম*লার হু*মকি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এবার অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এপিবিএন কর্মকর্তাদের কাছে হুমকির এই বার্তা এসেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টিতে আতঙ্কিত না হবার অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে গণমাধ্যমকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, এপিবিএন ডিউটি অফিসারের নম্বরে আমরা আরেকটি সম্ভাব্য হুমকি পেয়েছি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।

তিনি জানান, প্রোটোকল অনুযায়ী সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব অপারেশন স্বাভাবিকভাবে চলছে।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা আছে উল্লেখ করে টেলিফোনে হুমকি দেয়া হয়। তবে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি কর্তৃপক্ষ। অন্য কোনো উদ্দেশ্যে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে কি না, বিমানবন্দর কর্তৃপক্ষ সে বিষয়েও খতিয়ে দেখছে।
 

জনপ্রিয়