ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫০, ২৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি থেকে প্রকাশ হওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এবার ১০ জনকে দেয়া হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তরা হলেন―কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

প্রসঙ্গত, বাংলা একাডেমি আয়োজিত আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে শুভাশিস সিনহা বলেন, ‘আমি তো মাত্রই ফোনে জানলাম, এটা তো অবশ্যই ভালো লাগার মত খবর। আমাকে নাটক বিভাগে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি মনে করি, এই পুরস্কার আমার নাট্যসহযাত্রীদেরও।’

১৯৫৫ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬০ খ্রিষ্টাব্দ থেকে নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে একাডেমি।

এ পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে বাংলা একাডেমির ওয়েবসাইটে বলা আছে, ‘বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।’

জনপ্রিয়