মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
কুয়াশার ক্ষেত্রে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।
এছাড়া, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে, রাতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে তারা।