স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের মানুষের বার্ষিক গড় মাথাপিছু আয় ছিল ৯৪ মার্কিন ডলারের সমান। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে, মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ কোটি ডলার। তাতে দেখা যায়, গত ৫০ বছরে এ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৩০ গুণ। তবে এক হাজার ডলার পেরোতে স্বাধীনতার পর ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৫৪ ডলার হয়। পরের ১১ বছরের মধ্যেই তা দেড় গুণ বৃদ্ধি পায়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন নথি থেকে দেখা গেছে, ১৯৭২-৭৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ছিল ৪ হাজার ২৯৪ কোটি টাকা। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৯৭ হাজার ২৩০ কোটি টাকা। অর্থাৎ গত পাঁচ দশকে দেশের জিডিপির আকার বেড়েছে ১ হাজার ১৭৫ গুণ। চলতি বাজারমূল্যের হিসাবে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতি।