রাজধানী ঢাকার ট্রাফিক অবস্থা ভঙ্গুর, মানুষ কষ্ট পাচ্ছে, আমি নিজেও এসব দেখে কষ্ট পাচ্ছি। আন্দোলনকারীদের বলবো আপনারা যেকোনো দাবি নিয়েই রাস্তায় নেমে আসবেন না। এতে সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হয়। আপনাদের আন্দোলন করতে হলে ফুটপাতে গিয়ে করেন।'
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এই কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমার দায়িত্বে পুলিশ বিভাগ রয়েছে, ট্রাফিক বিভাগের দায়িত্বেও আমি। আমি জানি এই শহরের ট্রাফিকের কী অবস্থা। খুবই ভয়াবহ। এর মধ্যে কয়দিন পরপর আন্দোলন। আন্দোলন নিয়ে সবাই রাস্তায় নেমে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব মানুষের জন্য কষ্ট হয়ে দাড়াঁচ্ছে। আমি নিজেও এসব দেখে কষ্ট পাচ্ছি। আপনাদের বলবো আন্দোলন করলে ফুটপাতে গিয়ে করেন। রাস্তায় নেমে মানুষের দুর্ভোগের সৃষ্টি করবেন না।
তিনি আরও বলেন, আমি দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। ২০ জন মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে। ওইসময় রাস্তায় কোনো মুমূর্ষ রোগীও থাকতে পারে, বয়স্করা চলাচল করতে পারে না। আমি দায়িত্ব নেওয়ার আড়াই মাস হয়ে গেছে। এই সময়ের মধ্যে দেখেছি কিছু হলেই রাস্তা ব্লক করে আন্দোলন করেন। আমি অনেকবার অনুরোধ করেছি ছোটোখাটো দাবি নিয়ে রাস্তায় আসবেন না। আপনারা ফুটপাতে থেকে মানববন্ধন করেন। কিন্তু খুবই দু:খজনক, যেকোনো দাবি আদায়ের আপনারা মোক্ষম স্থান পেয়ে গেছেন রাস্তা বন্ধ করে দেয়া। আমি অনুরোধ করবো এই ঘনবসতিপূর্ণ নগরীতে আপনারা যখন-তখন রাস্তা বন্ধ করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলবেন না।
বইমেলা নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে। পুলিশের পাশাপাশি র্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।’
সকানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানিয়েছেন সাজ্জাত আলী।
ডিএমপির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং জোন ও নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মত টিএসসি থেকে দোয়েল চত্বর এই রাস্তার ট্রাফিক সিস্টেম পুরোপুরি বন্ধ করা হবে না। মেলা চলাকালে বিশ্বিবদ্যালয় ও মেলা এলাকায় ভারি যানবাহন চলবে না।’
ফুড কোর্টে যাতে বাণিজ্য মেলার মত গলাকাটা দাম না নেয়া হয় সেদিকে তদারকি থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।