বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন পুরস্কারপ্রাপ্ত গুণীজনরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার হাত থেকে তারা এ পুরস্কার গ্রহণ করেন।
এর আগে গত ৩০ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় তিনজনের নাম বাদ দেয় বাংলা একাডেমি। তারা হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।
নতুন তালিকায় অনুযায়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন-
ক. কবিতা : মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য : শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য : সলিমুল্লাহ খান
ঘ.অনুবাদ : জি এইচ হাবীব
ঙ. গবেষণা : মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান : রেজাউর রহমান
ছ. ফোকলোর : সৈয়দ জামিল আহমেদ