ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষতিগ্রস্ত হওয়া নেতাকর্মীদের তালিকা করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এই অনলাইন উদ্যোগে যেসব নেতাকর্মী ক্লাস করতে পারছেন না, পরীক্ষা দিতে পারছেন না, আবাসিক হলে থাকতে পারছেন না তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও যাদের সার্টিফিকেট বা ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে তাদের তথ্যও সংগ্রহ করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটি। পরীক্ষা কেন্দ্রে যাওয়া কতোজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং কতোজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সেসবেরও তালিকা করতে চাইছে তারা।
এজন্য অনলাইনে একটি ফরম ছেড়ে সেটি পূরণ করতে বলা হয়েছে পলাতক নেতাকর্মীদের। একই সঙ্গে সমর্থক বা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে যেসব শিক্ষার্থী হামলার শিকার হয়েছে তাদেরকেও ওই ফরম পূরণ করতে বলা হয়েছে নিষিদ্ধ ছাত্রসংগঠনটির তরফে।
নির্দেশনায় বলা হয়েছে, এসব অপরাধের সাথে যারা সম্পৃক্ত এবং যারা এর সংগঠক, বিভিন্ন পরিচয়ে যারা এসব ফৌজদারি অপরাধ করেছে এবং শিক্ষা-প্রশাসনে থেকেও যারা এসবে সহায়তা করেছে তাদের তথ্যও সংগ্রহ করতে হবে।