ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

তিন মাসেই মা হলেন রূপসা

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৮:১১, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

তিন মাসেই মা হলেন রূপসা

 

ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন।

সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।

অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’

এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’

তবে পুত্রসন্তান এল না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্য়ালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।

জনপ্রিয়