রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হতেই বাড়ি ফেরার পথ ধরেছেন অধিকাংশ মুসল্লীরা। ফিরতি পথে গণপরিবহন সংকট। তার ওপর বেশি ভাড়া হাঁকানোর ফলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। ১০টাকার ভাড়া ১০০টা চায় গণপরিহনগুলো। সংস্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবে পরিবহনখাতের এই নৈরাজ্য বলছেন মুসল্লীরা। তবে গাজীপুর থেকে পুরোদমে যানচলাচল এখনও শুরু না হওয়ায় বেশিরভাগই হেঁটেই গন্তব্যস্থলে রওনা দিয়েছেন।
ইজতেমা ময়দান থেকে আসা মুসল্লী আবু আহমেদ মুসা বলেন, বাসে চড়তে চেয়েছেন। কিন্তু বাসগুলোগেট লক করে ২০ টাকার ভাড়া ১০০ টাকা হাঁকাচ্ছে। তাই মোনাজাত শেষ করে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন।
কলেজপড়ুয়া শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাতুল বলেন, টঙ্গী থেকে খিলক্ষেতের ভাড়া সর্বোচ্চ ১৫-২০ টাকা। সেখানে বাসগুলো ১০০ টাকার নিচে উঠাচ্ছেই না। তাই বাসে না চড়ে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে। অনেক মানুষ দলবলে বাড়ি ফিরছেন তাই খুব একটা বেশি কষ্ট নেই বলেও জানান তিনি। তরুণদের চেয়ে অপেক্ষাকৃত বয়স্ক আর শিশুরা পড়েছেন চরম ভোগান্তিতে। চড়া ভাড়ায় বৃদ্ধ ও শিশুরা গণপরিবহণে চড়েই ফিরে যাচ্ছেন বাড়ির পথে। বাসের পাশাপাশি সিএনজি, পিকআপভ্যান, বাইকে করেও ফিরছেন অনেকে।
বিমানবন্দর জোনেরেএক পুলিশ কর্মকর্তা জানান, বিশ্বরোডগামী ডাইভারশন ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। গাজীপুরের দিকের রাস্তা ধীরে ধীরে খুলে দেওয়া হবে। ফলে সড়কের অবস্থা দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। যানবাহনের সংখ্যা বাড়লে ভাড়াও স্বাভাবিক হয়ে যাবে।