ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দেশে মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসারে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

দেশে মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসারে

দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন লাখে ৫৩ জন। আর মোট মৃত্যুর ১২ শতাংশই হয় ক্যানসারের কারণে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যানসার পরিস্থিতি নিয়ে চলমান গবেষণায় এসব তথ্য উঠে আসে। নতুন করে ক্যানসার আক্রান্তদের মধ্যে ফুসফুস, লিভার এবং স্বরযন্ত্রের ক্যানসার সবচেয়ে বেশি।

দেশে ক্যানসার রোগীর সঠিক সংখ্যা নির্ধারণে ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই থেকে চলতি বছরের ১৪ জানুয়ারী পর্যন্ত দুই ধাপে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ বিভাগ। জনসংখ্যাভিত্তিক এ ক্যানসার নির্ণয়ে অংশ নেয় ৪৬৬৩১ পরিবারের দুই লাখেরও বেশি মানুষ।

বিএসএমএমইউয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মো.খালেকুজ্জামান  জানান, গবেষণায় ৩৮টি ভিন্ন ধরনের ক্যানসার শনাক্ত হয়। আক্রান্তদের বিরানব্বই শতাংশের বয়স ১৮ থেকে ৭৫ বছর। গবেষণায় প্রধান পাঁচটি ক্যানসারের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্তন ক্যানসার, ষোল দশমিক আট শতাংশ। এর পর মুখগহ্বর, পাকস্থলী, স্বরযন্ত্র এবং জরায়ুমুখের ক্যানসার।

গবেষণায় আরও জানানো হয়, দেশে প্রতি বছর নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন লাখে ৫৩ জন। আর মোট মৃত্যুর ১২ শতাংশই হয় ক্যানসারের কারণে। পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, লিভার ও স্বরযন্ত্র এবং নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ এবং খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হচ্ছে বেশি।

গবেষণা কার্যক্রমটি এখনও সম্পূর্ণ হয়নি। আগামীতে এ ধরনের গবেষণা বিএসএমইউ ছাড়াও অন্য প্রতিষ্ঠানে করার ঘোষণা দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্যানসার রোগীর সংখ্যা ছিল ২১৪ জন। যাদের উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস ও স্ট্রোকে আক্রান্তের ইতিহাস রয়েছে।

জনপ্রিয়