সুচিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে তারা শিশুমেলা মোড়ে অবস্থান নেন।
এসময় তারা ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। সরেজমিনে দেখা যায়, শিশুমেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মিরপুর রোডের দুই পাশেই বিপুল সংখ্যক যানবাহন আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহতরা। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা আসাদগেট থেকে গাবতলী-মিরপুরগামী যানবাহনগুলোকে মোহাম্মদপুরের ভেতর দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দিতে হবে। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।
এছাড়াও অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হয়।