ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রাম নাটোরসহ ৮ জেলায় বিএনপির নতুন কমিটি

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

চট্টগ্রাম নাটোরসহ ৮ জেলায় বিএনপির নতুন কমিটি

আট জেলায় নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এর মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বাকিগুলো আংশিক কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি; রহিম নেওয়াজকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি; স্বাচিন প্রু জেরীকে আহবায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া আফরোজা খান রিতাকে আহবায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি; মো. মামুন মাহমুদকে আহবায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহবায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয়