ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক অর্থমন্ত্রীর একান্ত সচিব ফরিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সাবেক অর্থমন্ত্রীর একান্ত সচিব ফরিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক অর্থমন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সহকারী পরিচালক ও টিম লিডার (অনুসন্ধান টিম) মুহাম্মদ শিহাব সালাম। 

আবেদনে বলা হয়, ফরিদ আজিজসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নিমিত্ত নিম্নস্বাক্ষরকারীসহ দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ফরিদ আজিজ গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় তিনি দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, ফরিদ আজিজ যেন অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবশ্যক। 

২০১৯ খ্রিষ্টাব্দের ৮ জানুয়ারি অর্থমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। 

জনপ্রিয়