ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিজের মৃ*ত্যুর সংবাদ শুনেছেন বিচারপতি মানিক

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

নিজের মৃ*ত্যুর সংবাদ শুনেছেন বিচারপতি মানিক

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ভাইরাল হয়। নিজের মারা যাওয়ার খবরটি কারাগারে বসেই শুছেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এই কথা জানান। 

সকাল সাড়ে ৯ টায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তোলা হয় তাকে। পরে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

শুনানি শেষে ১০ টা ১৫ মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি মারা যাওয়ার কথা শুনেছেন কি না? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, শুনেছি। পরে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেয়া হয় তাকে। 

মামলার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করে।

জনপ্রিয়