ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৮ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে সংস্কার কমিশনের রিপোর্ট

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

৮ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে সংস্কার কমিশনের রিপোর্ট

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ওই সময় করণীয় নিয়ে সুপারিশনামা পেশ করবে ৬ কমিশন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৬ সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।

এসময় আসিফ নজরুল বলেন, সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আজ অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিক বৈঠক হবে। ৮ ফেব্রুয়ারির মধ্যে আমাদের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়ে দিবে। এছাড়া তারা একটি সুপারিশমালাও প্রস্তাব করবে। এগুলো রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের কাছে পাঠানো হবে।

তিনি আরো বলেন, সুপরিশমালার প্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। এই বৈঠকের প্রধান হিসেবে থাকবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে ৮ তারিখ থেকেই আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের যাত্রা শুরু হবে।

এরপর সকলের আলোচনার প্রেক্ষিতে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ড. আসিফ নজরুল।

জনপ্রিয়