ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‍উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর পশ্চিম থানায় হামলা,আহত ১

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

‍উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর পশ্চিম থানায় হামলা,আহত ১

উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলার চালিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় তিন ছাত্র আটককে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাদের এ হামলায়  উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত এ এস আই মহাদেব আহত হন। চাঁদাবাজির অভিযোগে আটক করা ওই তিন ছাত্রকে পরে ছেড়ে দেয় পুলিশ। সন্ধ্যার পর থেকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় বৈঠক চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের তিন সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানায় গিয়ে তারা জানতে পারেন, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালায়। 

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান সাংবাদিকদের বলেন, উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছেন।

জনপ্রিয়