মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে শুরায়ী নেজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাবলিগ জামায়াতের মুরুব্বি মাওলানা মো. জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজকরা জানান, বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান করার কথা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মাদ জোবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।
আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়, যা আজ শেষ হচ্ছে।প্রথম পর্বের দুই ধাপে যৌতুকবিহীন বিয়ে হয়েছে ৮৬ যুগলের।
প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরো দুই মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত ২টায় রাত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের শামসুল আলম (৬০) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর (রসুলপুর) গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) মৃত্যুবরণ করেন। এ নিয়ে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে চার মুসল্লির মৃত্যু হলো। এ ছাড়া, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শুরায়ে নেজাম মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ খ্রিষ্টাব্দের বিশ্ব ইজতেমা।