
যথাযথ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন, শূন্য পদে নিয়োগ প্রত্যাশী ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ দাবিতে ঢাকার শাহবাগের জাদুঘরের সামনে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান নিয়োগপ্রত্যাশীরা।
এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।
নিয়োগপ্রত্যাশীরা বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।
তারা বলেন, ২০২১ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত।
হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের নেতারা বলেন, শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিআরসিএর উদাসীনতার কারণে সরকারের ‘বেকারত্ব শূন্যে নামিয়ে আনার’ লক্ষ্যও ব্যাহত হতে পারে।