ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেরোবির নাম রংপুর বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

জাতীয়

আমাদের বার্তা, রংপুর

প্রকাশিত: ১৪:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বেরোবির নাম রংপুর বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহাল চেয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এমন দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা এই পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি পেশ করাসহ সব ব্যবস্থা গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছি না। আমাদের বক্তব্য, আগামী সাত কর্মদিবসের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচির মতো ‘কমপ্লিট শাটডাউন’-এর মতো কর্মসূচি পালন কররো।

শিক্ষার্থীরা আরো বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলক ভেঙে দিয়ে 'রংপুর বিশ্ববিদ্যালয়' নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৮ খ্রিষ্টাব্দে তত্ত্বাবধায়ক সরকার ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নাম 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর' রাখেন।

জনপ্রিয়