![এবার দুর্নীতি মামলায় গ্রেফতার কামরুল এবার দুর্নীতি মামলায় গ্রেফতার কামরুল](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/food-montre-2502110733.jpg)
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।
এ মামলার শুনানি উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ ছামিদুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, কামরুল ইসলামের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১শ ৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪শ ৬৫ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।