ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ২৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শেখ হাসিনকে ফেরত দিতে নাকচ করতে পারে ভারত: আইন উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

শেখ হাসিনকে ফেরত দিতে নাকচ করতে পারে ভারত: আইন উপদেষ্টা

শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসতে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত নাকচ করতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা তাড়াতাড়ি তাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু করবো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমরা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় চিঠি দিয়ে যাচ্ছি। ভারত কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আমাদের আবেদনকে নাকচ করে দিতে পারে।

এছাড়া, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, তাকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়ে বাংলাদেশেকে অস্থিতিশীল করে তুলছে বলেও জানান আইন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া, ৫৩টি মামলা প্রত্যাহার করে আজ-কালের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়