ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এপ্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

এপ্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বস‌বে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ স‌ম্মেলন।

সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বিমস‌টেক কার্যাল‌য়ে মহাসচিব ইন্দ্র মণি পান্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (‌ডিক‌্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান।

মহাস‌চিব জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পারিক আলোচনা করে ঠিক করবে।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, থাইল্যান্ডে বিমসটেক স‌ম্মেল‌নে যোগ দেবেন অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স‌ম্মেল‌নে যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির। সেখা‌নে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান ও ভার‌তের প্রধানমন্ত্রী দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে।

 তবে স‌ম্মেল‌নের ফাঁ‌কে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কি না, সে‌টি এখ‌নো নি‌শ্চিত নয়।

এক প্রশ্নের জবা‌বে বিমস‌টেক মহাস‌চিব ব‌লেন, সার্ক ও বিমসটেক দুটিই আঞ্চলিক সংস্থা। এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পারিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমসটেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলে জানান মহাস‌চিব। তি‌নি ব‌লেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে।

সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকেও আমরা সম্মান করি।

জনপ্রিয়