ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূস বলেছেন, গত সরকার ক্ষমতায় থাকাকালে দেশকে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আয়নাঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ সময় যারা নিগৃহীত হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। এর কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা থাকলে বোঝে যে, কিন্তু বিনাকারণে রাস্তা থেকে তুলে এনে,সাক্ষীসাবুদ তৈরি করে বলেছে, তুমি সন্ত্রাসী, তুমি জঙ্গি। এরকম বলে তাকে নিয়ে আসা হয়েছে। 

প্রধান উপদেষ্টা বলেন, এরকম ইন্টারোগেশন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। এতদিন শুনেছি, আয়নাঘর আছে। এখন দেখছি, আয়না ঘরের বিভিন্ন ভার্সন সারা বাংলাদেশ জুড়ে আছে। এরকম  কত আছে। কতটা জানা আছে, কতটা অজানা আছে। এরকম অসংখ্য আয়নাঘর দেশজুড়ে রয়ে গেছে। কোথাও সাতশ, কোথাও আটশ, আরো কত অজানা রয়ে গেছে! 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, কোদাল আবিষ্কার করতে গুম কমিশনকে আসতে হয়েছে। এখনো ধ্বংসবশেষ আমাদের আমরা দেখছি। আমরা চূড়ান্ত অবনতির যে রূপ দেখলাম, সর্বক্ষেত্রে যা দেখলাম, এটা তার  একটি প্রতিচ্ছবি।

এর মাধ্যমে আমরা দেখলাম, সাধারণ মানুষের ন্যূনতম অধিকার, থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এগুলো আমাদের দেশের জাতির সামনে চূড়ান্তরকমের ডকুমেন্ট হবে।

তিনি বলেন, আয়নাঘরের ভুক্তিভোগীদের সঙ্গে আমরা কথা বললাম। তাদের সংখ্যা এক হাজার সাতশ প্লাস। এরকম যে অজানা কত আছে, তা আমরা জানি না। তিন হাজারের বেশিও হতে পারে।

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আফিস নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

জনপ্রিয়