![কবি জসীমউদ্দিন ও সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ৩ জন কবি জসীমউদ্দিন ও সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ৩ জন](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/bsngla-accadamy-2502121100.jpg)
বাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২৪’ এ ভূষিত হয়েছেন অধ্যাপক হ্যান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা। আজ বুধবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য প্রতিটি এক লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকেল ৫টায় ‘অমর একুশে বইমেলা ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক প্রদান করা হবে।
কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কারে ভূষিত কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হ্যান্স হার্ডের জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট’ এর ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক। জার্মানিতে তাঁর অধীনে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্ব পড়ানো হয়। তিনি বাংলা, হিন্দি ও তামিল—এই তিন ভাষার উপকরণ নিয়ে গবেষণা করেছেন।
একই পুরস্কারে ভূষিত বর্ণালী সাহা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক। তাঁর উল্লেখযোগ্য বই ‘আম্মা ও দূরসম্পর্কের গানগুলি’, ‘দ্য নর্থ এন্ড’ ও ‘জবরখাকি’। তিনি রাগ সংগীতের চর্চা করেন এবং সাহিত্য-সংস্কৃতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন।